Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চৌহালি উপজেলার পটভূমি

চৌহালী উপজেলা নামকরণের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়না ।তবে বৃহত্তর পাবনা জেলার ইতিকথা বই হতে যতটুকু ধারণা পাওয়া যায় তাতে দেখা যায় যে, অবিভক্ত ভারত বর্ষের সময় হতে চৌহালী উপজেলার স্থল চর ইউনিয়নে চৌয়াইল নামে একটি মৌজা আছে । এই স্থল পাকরাশি জমিদারদের একটি বড় বাজার ছিল । এই বাজারে ০৪ সের দুধ ০১ সের হিসেবে বিক্রি হতো । অর্থাৎ ০১ সের  সমান ৮০ তোলা কিন্তু স্থল পাকরাশির ০১ সের সমান ৮০x৪০ = ৩২০ তোলা ০১ সের হিসেবে বিক্রি হতো । ধারনা করা হয় যে, এখান থেকেই চৌহালী উপজেলার নাম করণ করা হয়েছে । চৌহালী থানা প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে । ১৮৮৮ সালে চৌহালীতে একটি পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠিত হয় এবং কালক্রমে পুলিশ ক্যাম্পটি ১৯০৪ সালে থানায় উন্নীত হয় ।